প্রায় ২৪০০ বছর আগে Medicine এর জনক Hippocrates বলেছিলেন, “ব্যক্তির কোন ধরণের রোগ হয়েছে সেটা জানার চেয়ে কোন ধরণের ব্যক্তির রোগ হয়েছে সেটা জানা অধিকতর গুরুত্বপূর্ণ”। তিনি আরও বলেছিলেন,“রোগ নিরাময়ের প্রত্রিয়া হচ্ছে- যে ওষুধে যে রোগ লক্ষণ উৎপাদন করতে সক্ষম, সেই ওষুধে সেরুপ রোগ লক্ষণ নিরাময় করতেও সক্ষম”।
Homoeopathy এর জনক Dr. Samuel Hahnemann দুই শতকেরও বেশি সময় পূর্বে হোমিওপ্যাথির সংবিধান খ্যাত Organon of Medicine এর ১ নম্বর সূত্রে ঘোষণা দিয়েছেন একজন চিকিৎসকের একমাত্র ও উচ্চতর লক্ষ্য হওয়া উচিৎ Sick থেকে Health পূনঃপ্রতিষ্ঠা করা, আবার এ কথাও বলেছেন “কোন রোগ নেই কিন্তু মানুষেরা Sick” অর্থাৎ pathology বা রোগ লক্ষণ বিবেচনা করে ওষুধ নির্বাচন করলে Sick থেকে Health পূনঃপ্রতিষ্ঠা করা যাবে না। তিনি সদৃশ বিধানকে আরোগ্যর একমাত্র উপায় ঘোষণা দিয়ে অর্গাননের ৮২ নম্বর সূত্রে real cure, ১৪৮ নম্বর সূত্রে শুধুমাত্র cure এবং permanently cured এর কথা বলে আসলে কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে ভাবনা-চিন্তার যথেষ্ঠ অবকাশ রয়েছে। তিনি ৮০ নম্বর সূত্রের ৭৭ নম্বর ফুটনোটে এও বলেছেন, তাঁর Before knowledge অনুযায়ী group of symptoms বিচেনায় নির্বাচনের জন্য হোমিওপ্যাথিক অনেক ওষুধ পাওয়া যাবে বটে কিন্তু Recently discovered অনুযায়ী more suitable for the miasm এর ভিত্তিতে নির্বাচন করলে specific remedies পাওয়া যায় এবং সেই ওষুধ প্রয়োগে perfect cure সম্পন্ন হবে। ৮২ নম্বর সূত্রে real cure এর শর্ত হিসাবে individualization of each case of disease- অর্থাৎ Personalized Medicine প্রয়োগের নির্দেশণা দেওয়া হয়েছে।
Dr. James Tyler Kent বলেছেন, “রোগের পরিনাম ফল তথা results of diseases বিবেচনায় ওষুধ নির্বাচন ও চিকিৎসা করলে তা দূর হবে ঠিকই কিন্তু sickness এর ভিত্তিতে ওষুধ নির্বাচন ও চিকিৎসা না করলে প্রকৃত রোগ ভিতরে ভিতরে বাড়তে থাকবে”।
Modern science এর গবেষকগণ Pharmacogenomics এর গবেষণায় দাবী করেছেন- আজকের পৃথিবীতে অধিকাংশ রোগ-ভোগ এবং মৃত্যুর কারণ Allopathic ওষুধের ADR তথা Adverse Drug Reaction এবং এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে Genetics এর ভিত্তিতে Personalized Medicine প্রয়োগ করা; তবে তাঁরা হতাশা প্রকাশ করে বলেছেন- প্রচলিত কোন Allopathic ওষুধের মধ্যে Personalized Medicine নেই, আরও গবেষণা করে তা উদ্ভাবন করতে হবে।
Dr. Samuel Hahnemann এর মতে Allopathic ওষুধের ADR আজকের পৃথিবীতে শুধুমাত্র অধিকাংশ রোগ-ভোগ এবং মৃত্যুর কারণই নয়; এই ওষুধ জন-জীবনকে চিন্তা-চেতনায় বিকৃতি তথা perverted করছে, সেকারনে খুন, ধর্ষণ, পরকীয়া, দুর্নিতি, হানাহানী-রাহাজানী, যুদ্ধ-বিগ্রহ ইত্যাদি অশান্তি সৃষ্টি করে চলেছে।
আশার কথা হোমিওপ্যাথিতে Personalized Medicine রয়েছ; সূক্ষ্ণ মাত্রায় এই ওষুধ প্রয়োগ করলে ADR হওয়ার কোন সম্ভাবনাই নেই। Dr. Shyamal Kumar Das তাঁর নিরলস রিয়েল হোমিওপ্যাথিক গবেষণায় উদ্ভাবন করেছেন- ব্যক্তির Genotype বুঝতে ঐ মানুষটির Philosophy of Life বিবেচনা করে Personalized Medicine নির্বাচন করা যায় এবং একজন মানুষকে Sick থেকে Health পূনঃপ্রতিষ্ঠা করতে খুবই সীমিত তথা specific remedies পাওয়া যায়।
সেকারণে রিয়েল হোমিওপ্যাথির প্রচার ও বিকাশের মাধ্যমে সমগ্র মানব-জাতীর প্রকৃত সুস্থতা নিশ্চিৎ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সামান্যতম হলেও অবদান রাখতে একাডেমি অব রিয়েল হোমিওপ্যাথি নিজেদেরকে দায়বদ্ধ বিবেচনায় কাজ করতে বদ্ধ পরিকর। আশাকরি শুভ বুদ্ধির মানুষদের কাছ থেকে আমরা অব্যহত সমর্থন ও সহযোগিতা পাবো।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
Kazi Azam, CEO
আমরা মনে করি যে প্যাথি অর্গানন সম্মত নয় তা হোমিওপ্যাথি নয়; যা হোমিওপ্যাথি নয় তা রিয়েল হোমিওপ্যাথিও নয়! সে কারণে অর্গাননকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রিয়েল হোমিওপ্যাথির মৌলিক জ্ঞান ও অ্যাডভান্স টেকনিক সমূহের শিক্ষা দ্বারা সৃজনশীল দক্ষ মানব সম্পদ তৈরি করার মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা এবং আর্তমানবতার স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা।
১. হোমিওপ্যথিক চিকিৎসককে “রিয়েল হোমিওপ্যাথিক প্র্যাক্টিশনার” হিসাবে দক্ষ মানব সম্পদরূপে গড়ে তোলা;
২. তত্ত্বীয় সকল পাঠদান অনলাইন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে নিজ নিজ এলাকায় বা বাড়িতে অবস্থান করে এই কোর্সের জ্ঞান অর্জন করতে পারে সেই ব্যবস্থা করা;
৩. এই শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা;
৪. এই শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের নির্ভরযোগ্য আধুনিক হোমিওপ্যাথিক স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করা।